ছেলেবেলার রথ যাত্রা
    **************


      ছেলেবেলার  রথ যাত্রা
      থাকতো এক আলাদা মাত্রা,
      ঘরে ঘরে সাজতো রথ
      চলতে হবে অনেক টা পথ।


      জগন্নাথ, বলরাম, সুভদ্রা
      নিয়ে হোতো শুরু রথযাত্রা,
      একতলা, দোতলা, তিনতলা
      পথ জুড়ে যেন রথের মেলা।


      গড়গড়িয়ে চলতো যে রথ
      ভক্তরা সব জুড়তো হাত,
      প্রসাদ দিতাম তাদের হাতে
      প্রণামী ও  জুটতো  সাথে।


      সন্ধ্যা যখন উৎরে যেতো
      তখন ঘরে ফেরা হোতো,
      প্রণামীর সব পয়সা দিয়ে
      বন্ধুরা সব দোকানে গিয়ে।


      জগন্নাথের ভোগ কিনতাম
      আমরাও সবাই প্রসাদ পেতাম,
      রথ উপলক্ষে বসতো মেলা
      হরেক রকম খাবার ও খেলা।


      বাবা মায়ের হাতটি  ধরে
      যেতাম সবাই আনন্দ করে,
      রথের মেলার পাপড় ভাজা
      থাকতো সঙ্গে খাস্তা গজা।


      দিন গুলো ছিল, সোনার সাজে
      খুঁজে বেড়াই আজ, মনের মাঝে,
      সেসব দিন হারিয়ে গেলো
      স্মৃতিতেই শুধু  ঝলোমলো!!!


     @@@@@@@@@
                   শম্পা দত্ত