মানুষের দীর্ঘশ্বাস
                    (১৫০ তম)
          ****************


    হাজার বছরের পুরনো পৃথিবীর
    নুতন মানুষের দীর্ঘশ্বাস
        আমাকে বলে----
     আমাদের জন্ম, পৃথিবীকে
     আপন সত্তায়
            মিশিয়ে নেওয়ার জন্য,
    বৃষ্টি ভেজা পাখির ডানার
         জলবিন্দু স্পর্শ করার জন্য,
    নিশিরাতে চাঁদের স্নিগ্ধ জোৎস্নায়
            ভাবুক হওয়ার জন্য,
    পৌষের মৃদু আলোক শিখায়
            নিজেকে উন্মুক্ত করার জন্য,
    ধানের শীষের লাজুক কানাকানি
           কান পেতে শোনার জন্য,
    শীতের ঘন কুয়াশায় নিজেকে
            ঢেকে নেওয়ার জন্য।


    কিন্তু এই চেতনা হীন
               নিরস শহর----
    আমাদের সকল আকাঙ্ক্ষা,
                সকল অনুভূতি
     পদদলিত করে চলে যায়!!
     আমাদের হেমন্তের পরশ,
      বসন্তের গান যায় ডুবে।
     দাম্ভিক নগরীর গগনচুম্বী
                সভ্যতার দর্পে।
         আমাদের অস্তিত্ব আজ
                  স্থবির----
     শুধু চলমান এক প্রতিচ্ছবি,
                  আর
     মন যা চায়,তা না পাওয়ার
            গভীর দীর্ঘশ্বাস!!!
&&&&&&&&&&&
                  শম্পা দত্ত