টাকা অনেক শক্তিশালী
                টাকা কথা বলে,
    টাকার ভাষা যে জন না বোঝে
                সে জন অথৈ জলে।


    টাকা দিয়ে কিনছে সবাই
                প্রয়োজন- অপ্রয়োজন,
    যার ঘরে নেই টাকার থলি
                সে হয় শুধু হয়রান।


    থাকলে টাকা বোবার মুখে ও
                বুলি যে যায় ফুটে,
    টাকার জোরে গবেট দের ও
                রাজপাট যায় জুটে।


    মুখ্যু ছেলে ও টাকা দিয়ে ই
                মেডেল কিনে আনে,
    গরীব ঘরের প্রতিভা থাকে
                শুধু ই ঘরের কোণে।


    নিরিহ মানুষ বিনা দোষে
                যায় যে চলে জেলে,
    টাকার খেলায় অপরাধীরা
                বুক ফুলিয়ে চলে।


    গরীব মানুষ অর্থাভাবে
                বিনা চিকিৎসায় মরে,
    আমীর জাদার হাঁচি হলেও
                ডাক্তার ঘিরে ধরে।


    এমন তর অনেক কিছুই
                টাকা থাকলে হয়,
    টাকার বলে দাবার চালে
                হয় জয়,নয়ত পরাজয়।


    টাকা দিয়ে সব কিনলেও
                শান্তি কেনা যায় না,
    অন্তিম কালে স্নেহের অশ্রু
                সবার নসীব হয়না!!!