পৃথিবীর তৃষ্ণা, জলের পিপাসা -
      মিটায়ে সিন্ধু , মিটায়ে বিপাশা।
      শিবের জটা বেয়ে,এলে তুমি গঙ্গে,
      ধরনীরে করি তৃপ্ত,বইছো আপন তরঙ্গে।


      আলোর পিপাসা আছে, আকাশের বুকে-
      মহাকাশ তাই নক্ষত্র দের কাছে ধরে রাখে।
      দিনমানে প্রখর তেজা অর্ক বিরাজে,
      নিশীথে স্নিগ্ধ আলোময় চন্দ্রিমা সাজে।


      চির জিজ্ঞাসা,সে যে জ্ঞানের পিপাসা-
      কোথা যেতে হবে,কোথা থেকে আসা।
      ঋক,সাম, মনুসংহিতা, অথবা পূরান,
      অনন্ত অন্বেষণে জিজ্ঞাসার কর সমাধান।


      মনের পিপাসা,সে যে বিবেকের আশা-
      কাম, ক্রোধ,লোভ,মোহ আর ভালোবাসা,
      জয় করা নয়কো সোজা, তবুও আছে আশা,
      বিবেকানন্দ,বুদ্ধ, রামকৃষ্ণ,হয়তো ভরসা!!!