অস্তমিত জীবনের ছন্দ,সুর,
উড়ে গেছে আনন্দের বীজ;
সমুখে কংক্রিটের রাস্তা,
বোঝার ভারে শিরদাঁড়া নুব্জ,
চলেছি চলেছি -টলমল পায়ে
বুকে কান পাতলে
শোনা যাবে-ক্লান্ত হাপরের শব্দ।


সব ছলনা,সব ভুল,
সত্য শুধু বাস্তব-
জীবনের এক মাত্র রুঢ় সত্য
আর কল্পনা-সে যে অন্তহীন
অবাস্তব রঙ্গীন স্বপ্ন!


বাস্তবের অক্টোপাসে নিষ্পেষিত
সুন্দর জীবনটা আজ--
কঠিন কঠোর নিরস পদার্থ।


গদ্যময় জীবনে-
কল্পনা তাই ভীত আতঙ্কিত;
ঝঞ্ঝা- বিদ্ধস্ত নীড় হারা এক
আহত পক্ষ পাখি,
কন্ঠে তার আর্তি, জীবন বেদনার
করুন সুর।


কি দিয়েছে শিক্ষিত সমাজ?
জুগিয়েছে মানুষের বুকে-
অন্যায় , অবিচার, দুর্নীতির প্রেরণা
দিয়েছে জরদগব্ হিংসা।


পৃথিবীটা আজ কি?
নাট্যশালা, মৃত্যুবাসর-
চলেছে মৃত্যুর মহোৎসব
এক সাথে গলাগলি বাস,
ভাই বলে ডাক
তারি ফাঁকে খুন-


আত্মার খুন, অতিথির খুন,
সহবাস?
জন্ম নিচ্ছে পৃথিবীর গর্ভকোষে
অসম্পূর্ণ মানবাত্মার বিকৃত ভ্রুণ
      শত সহস্র।।