নইকো আমি উচ্চ মাপের কবি-
        
        মনের সকল ভাবনা গুলি
                ভাষা দিয়ে আঁকি,
        সহজ সরল ছন্দ বুঝি
                হৃদয়ে নেই ফাঁকি।


      নইকো আমি উচ্চ মাপের কবি-


        মানবতায় ভুগি আমি
                দুঃখে আমি কাঁদি,
        ভুল ভ্রান্তির সাথে আমি
                ভাষায় তারে বাঁধি।


    নইকো আমি উচ্চ মাপের কবি-
        
        প্রকৃতিকে বোঝার আমি
                চেষ্টা অনেক করি,
        ভাষা দিয়ে তাদের আমি
                খাতায় মেলে ধরি।


    নইকো আমি উচ্চ মাপের কবি-


        মানব চরিত কঠিন বড়ো
                সহজ নয় তা বোঝা,
        আকাশের তারা গোনা
                তার চেয়ে যে সোজা।


    নইকো আমি উচ্চ মাপের কবি-


        সহজ সরল ভাষা দিয়ে
                সবার ছবি আঁকি,
        সবার মুখে ফুটলে হাসি
                আমি খুশি থাকি।


    নইকো আমি উচ্চ মাপের কবি!!!