যেদিন আমি পূর্ণ ছিলাম
                আমার আমিত্বে-
    আনাগোনা করতো সবাই
                সস্নেহ বন্ধুত্বে,
    দিবসযামী কাটত আমার
                খেলার ঘরেতে।


    বাঁধা তারা ছিল সবাই
                মায়া মোহ ডোরে,
    হলাম যেদিন সর্বহারা-
                গেলো তারা দূরে,
    মায়ার বাঁধন ছিন্ন করে
                ভুলল তারা মোরে।


    দিবানিশি ভাঙ্গা গড়া
                এইতো ভবের খেলা!
    দোহন শেষে নিঃস্ব হলে-
                করে সবাই হেলা,
    রিক্ত হলেই ফুরিয়ে যাবে
                ভালোবাসার খেলা!!!