বরষায় গ্রাম
         """""""""""""""""""
      নীল আকাশে ছাইলো বাদল
      অভিমানী মেয়ের মুখের আদল,
      চোখের পানি নামবে এবার
      মিটবে তৃষ্ণা  বসুন্ধরার।


      মাঠে ঘাটে ফলবে ফসল
      চাষীর ঘরের ভাগ্য বদল,
      চারিদিকে সবুজের মেলা
      শিশুরা জলে ভাসায় ভেলা।


      ফুটেছে ফুল কদম শাখে
      ছড়িয়ে সুবাস চারিদিকে,
      টোকা মাথায় বালক রাখাল
      চলেছে নিয়ে গরুর পাল।


      গ্রামের যত দামাল বালক
      ধরছে মাছ ফেলতে পলক,
      ঘরে ঘরে খিচুড়ির সুগন্ধধ
      বেড়ে গেছে বর্ষার আনন্দ।


      ডুবে গেছে সব পথঘাট
      চলতে গিয়ে অনেক বিভ্রাট,
      সন্ধ্যা রাতে ভেকের দল
      সমস্বরে করে কোলাহল।


      বরষায় গ্রাম অতি মনোরম
      বরষা প্রেমিকের স্বার্থক নয়ন!!


       ***********
                     শম্পা দত্ত