চলো যাই চাঁদে 🌙🌙


    শুনছি নাকি মানুষ এবার
                কিনছে জমি চাঁদে 🌙
    শুদ্ধ হাওয়ায় নিতে শ্বাস
                চলেছে দল বেঁধে।


    পৃথিবী আজ হয়েছে বিষাক্ত
                বৈজ্ঞানিক অহঙ্কারে,
    প্রকৃতি আজ শেষ সীমানায়
                রয়েছে শুধু দাঁড়িয়ে।
  
    কোনো একদিন পড়বে ধ্বসে
                অতল সে এক গহ্বরে,
    তাই তো মানুষ বাঁধবে ঘর
                চাঁদের জমির পরে।


    অভিনব এই ভাবনা দেখে
                অবাক আমি ভেবে,
    চাঁদে 🌙 যখন নামবে ঢল
                তখন কোথায় যাবে!!


    নিজের কূয়া নিজেই সবাই
                খূড়ছি যে প্রতিনিয়ত,
    করলে চেষ্টা সবাই মিলে
                ধ্বংস হবে যে সংযত


   #@#@#@#@#@
                    শম্পা দত্ত