কে বেশি দামি


    পুকুর পাড়ের একটি ধারে
    রয়েছে দুটি ঘোসলা,
    বসত করে, হাস ও মুরগি
    নয় কো তারা একলা।


    দিব্যি আছে দুই সখী তে
    গলায় গলায় ভাব,
    পরিবারের সদস্য দের ও
    ভাবের নেই অভাব।


    হাসি খুশি কাটছিলো দিন
    ছিল না কোন সমস্যা,
    নামলো সেথায় হঠাৎ করে
    ঘোর অমাবস্যা।


    প্রশ্ন উঠেছে, এই জগতে
    কে বেশি দামি,
    হাস, মুরগি, কোদল করে
    বলে, আমি, আমি।


    ঝগড়া যখন তুঙ্গে, তখন
    কাক বাবাজি এলো
    বললে পাড়ায় মোড়ল আছে
    তার কাছে চলো।


    সঠিক বিচার পাবে সেথায়
    পাবে না কোন ফাকি,
    শিয়াল পন্ডিত মোড়ল যেথায়
    খাটবে না বুজরুকি।


    দুই পরিবার গেলো সেথায়
    সঠিক বিচার পেতে,
    বারতা শুনে শিয়াল পন্ডিত
    নোলা পোছে হাতে।


    ঝাঁকিয়ে মাথা, নাড়িয়ে লেজ
    শিয়াল পন্ডিত বলে,
    বিষয় বড়ো ই গুরুতরো ভাই
    এসো আমার টোলে।


    দুই জনের ই বয়ান শুনে
    করব বিচার আমি,
    তোমরা সবাই, এসো কাল
    জানতে, কে দামি।


    ভোর না হতেই, দুই পরিবার
    দৌড়ে ঝাপিয়ে এলো,
    টোলের বাইরে ছড়ানো পালক
    দাম বুঝিয়ে দিলো।


               শম্পা দত্ত