কে ধরিবে হাল
      ‌‌‌‌‌***************


    উলু বনে শেয়াল রাজা
    আমরা সবাই আজ প্রজা,
    যেমন নাচায়, তেমনি নাচি
    বিচার বুদ্ধি, খুইয়ে বাচি।
    রোজই ভাবি, আসবে সুদিন
    নাচব তখন,তা ধিনা ধিন্ ,
    খবর কাগজ পড়ে দেখি--
    সবটাই যে বিরাট  ফাঁকি।
    বুদ্ধির গোড়ায় দিলাম সার,
    ভেবে দেখলাম সবই অসার।
    সিংহাসনে বসলে ই পরে,
    সবাই প্রতিজ্ঞা ভুলে মারে।
    কে ধরিবে দেশের হাল,
    ভেবে ভেবে জনতা বেহাল।
    থাক না এসব বাজে কথা,
    আমার কিসের মাথা ব্যাথা।
    চলছে যেমন,চলুক না সব,
    আমার পরিণতি, সেই তো শব!!!


     👍👍👍👍👍👍👍👍
                   শম্পা দত্ত