পৃথিবীর এক কোন থেকে আসুক
              ধ্বংসের পর সৃষ্টি,
নীল আকাশের বুক চিরে
             উঠুক ধূমকেতু রশ্মি।


প্রবঞ্চনা প্রতারণা মুছে
         উঠুক সূর্যের আলো
যে আলো মুছে দেবে
          দুনিয়ার কালো।


তুমি অর্ঘ্য সাজায়ে
         দাঁড়ায়ে থাকো দ্বারে,
নুতন পৃথিবী চিনে নিক
         তোমায় নুতন করে।।


          @@@@@@@@@@@  শম্পা দত্ত