করোনার তীব্র  কষাঘাতে
অকালেই খসে  গেল  আর  ও একটা  ফুল  
সেওতো  বাঁচতে চেয়েছিলা ।
এই পৃথিবীর রূপ রস গন্ধ নিয়ে
স্বজনেরা রক্তাক্ত এই হঠাত্ বৃন্তচূতে ।


ভরাযৌবনা করবী ও করোনায় আক্রান্ত
হাট বাজার কেউ আর ভয়ে মাড়ায় না ।
তাঁর ফুলের আকাল করবী নিরবে মেটায়;
তাই প্রতি প্রাতে সে অনবরত রক্তাক্ত
ফুলেরা হয় বৃন্তচ্যুত ।।