আমি নদী নিজের গতিতে চলি
নিজের মধ্যেই সুর ছ্ন্দ খুঁজে নিই।
কারোর কথা শুনিনা ফিরে ও দেখি না
আমায় যে হাতছানি দেয় নীল আকাশ।
সামনের বাধা একের পর এক অতিক্রম করি।
আমার চলার পথে গড়ে ওঠে নতুন সভ্যতা।
কে যেন অন্তর জুড়ে শুধু ডাকে আর ডাকে।
তাকে চিনিনা তবুও ডাক উপেক্ষা করিনা।
চলতেই থাকি । জানিনা কোথায় চলার শেষ।
হয়তো সেই ডাকেই একদিন হারিয়ে যাব।