কতদিন আসিনি এই নদীর তীরে
ছিল বুকের ভিতর জমাট ঘন আঁধার।
শরীর এখন ঠিক মতন কথা বলেনা
আগের মতন পারিনা দিতে সাঁতার।
আজ পাখির ডাকে কি যে হলো জানিনা
অলসতা সরিয়ে দিয়ে এক্কেবারে দূরে।
সাদা পালতোলা নাও দেখবো বলে
ছুটি এসেছি এই উছল নদীর তীরে।
বাতাস আমার আঁচল উড়িয়ে দেয়
আকাশ বলে এতদিন ছিলে কোথায়?