একটা কবিতা সৃষ্টি করতে গেলে,
চিনতে হয় জানতে হয় ভাবতে হয় ।
কবিতার মূল সূরটাকে ধরতে হয়,
তবেই কবিতার উৎসে যাওয়া যায়।
তার মায়াজাল টুকরো করে কেটে,
কবিতার অন্তরে অবগাহন করা যায়।
সে যে কিছুতেই কাছে ধরা দেয় না
কেবল ছুটিয়ে ছুটিয়ে নিয়ে বেড়ায়।
তাই ঠায় জেগে থাকি তার আশায়,
পাছে আমায় না পেয়ে সে ফিরে যায়।