এই জীবনটা যেন একটা ষ্টেশন
পরতে পরতে তবু কত মায়া মমতা।
আর থাকে দ্বিধা দ্বন্দ ঈর্ষা হিংসা হাসি কান্না;


রৌদ্রকরোজ্জলে কিছু স্বপ্ন হয় বিকশিত ;
আবার প্রচণ্ড ঝড়ের দাপটে আকাঙ্খার হয় মৃত্যু ;


সেই কালো পোশাকের লোকটা  আসবে
টিকিট দেখতে চাইবে, নিয়ে যাবে এক অনন্তপুরে।


আমার এখন যাবার সময় হয়নি, অনেক কাজ বাকি;
সব ফুল এখনো বিকশিত হয়নি, স্বপ্ন ডানা মেলেনি।
আমি থাকব ওদের পাশে।যারা আছে সূর্যের অপেক্ষায়।