একেক সময় নিজেকে কেমন যেন বোধহীন
এক আজব প্রাণী বলে মনে হয় ! মনের
গহীনে, থেকে থেকে জেগে ওঠে আচানক
কী সব আজগুবি প্রশ্ন-যার কোনওটারই কোনও
তল নেই , কিনারা তো নেইই...!
স্বল্প-মাথার জীব, ভেদবুদ্ধি নেই আমার একদমই।
এসব কারণে হামেশাই মনে হয়, চলেই যখন
যেতে হবে একদিন , তাহলে নশ্বর এই পৃথিবীতে
কেন এলাম ? কী কারণে ? স্রষ্টাইবা আমায়
পাঠালেন কোন্ উদ্দেশ্যে… ?
এই নির্বোধ অথর্ব্ আমি এসবের কিছুই বুঝি না !
তেমন কোনও কাজেও আসছি না এই ঘর,সংসার,
বিশ্ব-মানবতার ! তবে কি জগত-সংসারে বৃথাই জন্ম
আমার ? সত্যি যদি তা হয়,সহসা চলেও যেতে হয়
একেবারেই শূণ্য হাতে ! তাইতো বোধে আসে না—
এই ব্রম্মাণ্ড আমায় অযথা ধারণ করে আছে কেন
আজও ? উচ্ছিষ্ট আবর্জনার মতোন ছুঁড়ে
ফেলে দেয় না কেন, কেন... ?


রচনা:২৫ জুন ২০১৭, চাঁদরাত