১.
শুধু লোক দেখানো নয়-
একুশে এখন সারা বিশ্বে পালিত হয়।
২.
বাংলা ভাষা মায়ের ভাষা জাতির সম্মান,
ভাষার জন্য বীর বাঙালী দিয়ে গেছে প্রাণ।
৩.
বায়ান্ন গেছে, একাত্তর গেছে, এসেছে স্বাধীনতা-
একুশে তাই পেয়েছে আজ আন্তর্জাতিকতা।
৪.
ভাষার জন্য বাঙালী যেদিন রাজপথে দিল রক্ত,
স্বাধীনতার পথ সেদিনই হলো পাকাপোক্ত।
৫.
একুশের চেতনা এতোটাই বাড়া-
পাকি-প্রেমীরাও এদিনে হয় দিকহারা !
#
ঢাকা-২১.০২.২০২১
একুশের প্রথম প্রহর