(ছড়ায় ধাঁ ধাঁ)
বৃষ্টি সৃষ্টির ধাত্রীমা কৃষ্টি মিষ্টিকে
ঘুম থেকে ডেকে আলতো স্বরে বললো-
রাতভর গেম খেলো, পড়লেখা বুঝি
সব গোল্লায় গেলো,
মা টুকটুকি এবার ঘুম ঘুম
চোখ দুটি খোলো।
রাত পোহায়ে অ-নে-ক
বেলা যে হলো,
মা চলে এলে আমি তাকে
কী বলবো বলো ।
লক্ষ্মীসোনা আমার এখন না-হয়
চোখ দু’খানি মেলো,
দাওয়ায় রোদ্দুর- পড়বার
সময় যে পেরোলো…।
এই দৃশ্যে এসে দৃষ্টি হাঁকে
এ্যাই, কী হলো ? #
#ঢাকা-
২৭ জানুয়ারি, ২০২১