বিশ্বাস আর সম্মান‌
যদি না হয় সমানে সমান
তবে কিসের প্রেম কিসের ভালোবাসা
আদতে সবই কুহক মিথ্যে আশা...!


অর্থ ও স্বার্থ যখন অধিক প্রাধান্য পায়
প্রেম-ভলোবাসা তখন অন্তর ছেড়ে পালায়
একে ধরতে হলে ডুবতে হবে ভাব-সায়রে
লোভ-লালসা ত্যাগেই সুখ এ সংসারে!


মনটা যদি হয় নি:স্বার্থ নির্লোভ
নির্মল শান্তি হবে সহজ সুলভ।
#
ঢাকা-
১২ মে ২০২১
২৯ বৈশাখ ১৪২৮
২৯ রমজান ১৪৪২
শব্দ- ৫৩