একটি পুরনো বাড়ি, বাড়ির মধ্যে ছোট্ট ঘর
মিলেমিশে থাকি মোরা দুজনে পরষ্পর...
মধুর সেই স্মৃতি আজি গীতি হয়ে বাজে মম
হৃদয়ে সংগোপনে ক্ষণে ক্ষণে,
এখানেই এসে এই বাড়িতেই বসে বেঁধেছিনু শেষে
সেই ছোট্ট ঘর-
এখানেই থেকে দেখেছিনু কতো সখিগণে
হাস্যরসে তারা মেতেছিনু আপন মনে,
সময়ে আজ সবই যেন ধুসর-সাঁঝ
হয়ে গেছে দেশান্তর ! ##


ঢাকা-০৮ মে,২০২০
২৫ বৈশাখ,১৪২৭
জনকণ্ঠ ভবন