তথ্য সংগ্রহে সাংবাদিক যা করে
আদৌ তা নয় কোনো চুরি,
আদতে সেটা হয় এক ধরনের
'চোরের ওপর বাটপারি!'


চুরিতে যদি মেলে তথ্য আসল
তবেই সে রিপোর্ট হয় শক্ত সবল


ভাবখানা এই-
দেশে লাইসেন্সধারীরাই শুধু করবে চুরি, করুক..
সেটা বলাও যাবে না, ধরাও যাবে না-
সাংবাদিক কেন চুরির তথ্য নেবে, তবে সে মরুক !


আসলে সাংবাদিক যদি না হবে তথ্য-চোর,
তাহলে কীভাবে দুর্নীতির আঁধার কেটে
এ দেশে আসবে স্নিগ্ধ ভোর ?
#
২১ মে ২০২১
০৭ জৈষ্ঠ্য ১৪২৮
শব্দ- ৭৩