দিনে দিনে ক্ষণে ক্ষণে
কেটে গেছে আনমনে
জীবনের তিন কাল !


আজও কেন পাই না
মাস শেষে মা্ইনা
পেট পুরে খাই না
জীবন বেতাল !


আছে তবু চিরকাল
মৌ-লোভী দালাল
হেসে হেসে চাটে ওরা
মালিকের গাল ।


বড়ো শখে -
‘মহৎ’ পেশায় এসে
চাপ খেয়ে অবশেষে
স্বপ্নেরা গেছে ভেসে !


শালীন পোশাকী আমি
কীভাবে বেঁচে আছি
বেঁচে থাকি...
জানেন শুধু অন্তর্যামি!


এভাবে আর কতো কাল
ছিঁড়িব এ ‘চ্যাটের বাল’ !


# ২৬ ডিসেম্বর,২০১৮