তুমি আর আমি আমরা দুজনে মিলে মানুষ-
তুমি বহুরূপী নারী নরের পুজারি,অথচ
কোনো বীরোচিত কর্ম ছাড়াই আমি বীর পুরুষ!
তুমি পটিয়সী নারী প্রেমের আধার
সর্বংসহা দৃঢ় প্রেয়সী উর্বশী আবার
তুমিই ভগিনী কন্যা জায়া জননী
তুমি নও শুধু পুরুষের সেবাদাসী আনন্দদায়ী শয্যাসঙ্গিনী!
তুমি মমতাময়ী জন্মদাত্রী আমার,উত্তরসুরি বেগম রোকেয়ার
তোমাার বুকভরা ভালবাসা মহাসাগর মমতার
তুমি আলোকবর্তকা,জগতব্যাপী পুরুষের প্রেমবন্ধন
সেই পুরুষ আমিই তোমায় করি নির্মম নির্যাতন পাশবিক ধর্ষণ!
এরপরও কি উদ্যত পুরুষ আমি সগর্ব বলতে পারি
নারী,দুজনে মিলে এই জগতে আমরা মানুষ-
বাস্তবে তুমি কোমল নরম বলেই আমি তোমার যম হিংস্র ধর্ষক
দিনশেষে পুরুষ আমি আদতে এক ঊনমানুষ! #
#
(ঢাকা- ০৯ ডিসেম্বর, রোকেয়া দিবস)