ভার্চুয়াল এই দুনিয়ায়
প্রায় সবই হাতের মুঠায়
চাইলেই সব মিলায়
একান্ত আপনও বুঝি তাই সহজে পর হয়ে যায়,
স্বামী-স্ত্রী, বন্ধু-পরিজন
আত্মীয়-স্বজন
এমনকি রক্তের সম্পর্কও সহসা ঘর ছাড়ে হায় !


শেকড় ছেড়ে
রক্তের বন্ধন ছিঁড়ে
পিতৃ-পুরুষের ভিটে ফেলে
মধুর শৈশব-কৈশোর আর সোনালি যৌবনের স্মৃতিসমেত
জীবনে লেপ্টে থাকা সমস্ত অস্তিত্ব দুমড়ে মুচড়ে
কী যেন এক সোনার হরিণের আকর্ষণে অনেকেই দেশ
ছেড়েছে, চলে যাচ্ছে আরও কেউ কেউ দূর-বহুদূর…,


স্বার্থের টানে অর্থের প্রলোভনে এমনি অলীক স্বপ্ন-ডানায়
ভর করে ক্রমান্বয়ে ভবিষ্যতেও চলে যাবে
আরও অসংখ্য স্বজন, হয়তো থামবে না
এ কাফেলা আর কোনো দিন..!
বোধকরি, জীবন-মান ও মানবিকতা একান্ত উপেক্ষিত
যাদের কাছে, শুধু তারাই পারে এই প্রিয়
স্বদেশভূমি ছেড়ে পারি জমাতে সুদূর সাত সমুদ্দুর।


ওখানে মূল্যবোধ বলতে নতুন প্রজন্ম আদতে শিখছে কী-
যা দেখছি, স্রেফ- “হাই ডিয়ার.., হাউ আ’ ইউ.., আই অ্যাম
ফাইন..,থ্যাঙ্ক ইউ.., মেনি মেনি থ্যাঙ্কস্.., ইউ আ’
ওয়েল কাম…,ওকে ফাইন..ইত্যাদি। এছাড়া, শেক হ্যান্ডস..গুড বাই
এবং গুড মর্নিং টু গুড নাইট..। অথবা সময়ের উড়াধুরা চলতি ফ্যাশন,
ক্রেজ বা যখন-তখন সেলফি তোলা..,কথায় কথায় স্পট লাইভ আর
অষ্টপ্রহর যখন ইচ্ছে চলে যত্তোসব উন্মত্ত মৌজ-মাস্তি।”…ছি !


অনেকেই যা করছেন তা শুধুই শো অফ ! দেশাত্মবোধ বাঙালিয়ানা
সম্প্রীতি, মায়া-মমতা বস্তুত এসবে ওদের বালাই নেই একদম
ওরা নিজেরা আছে নিজেদের নিয়ে শশব্যস্ত হরদম।
অন্যদিকে নিত্য কাঁচা ডলারের প্রচন্ড চাপে
হেথা পিষ্ট হচ্ছে কারও কারও বৃদ্ধ মা ও বাপে !


বিস্ময় জাগে, দুরন্ত বদল-সময় ভার্চুয়াল বলে দেশমাতৃকার সন্তানেরা
শেকড় উপড়ে ফেলে জাতির ইতিহাস ঐতিহ্য সব যাবে ভুলে !
এ জন্যই কি বায়ান্নো, একাত্তরে অকাতরে প্রাণ দিয়েছিল
সালাম রফিক জব্বার বরকত আর
নাম না জানা ত্রিশ লাখ বীর শহীদ সদলবলে..!!
#
ঢাক : ২৬-২৮.০২.২১
শব্দ সংখ্যা-২৫০