এক শ্রেণীর ‘ভদ্দরনোক’
অার যা-ই হোক ,
শিখেছেন একখান কথা-
‘হলুদ সাংবাদিকতা’ !


বিষয়টা কী...?
জানতে চাইলে ভিরমি খাবে
ছিঁড়বে মাথার চুল,
লিখতে দিলে করবে শতেক
হা-জা-র-টা ভুল।


দুর ছাই ! থাক সে কথা- সাংবাদিকতা,
ক্যামেরা দেখলেই ঘুরে যায় মাথা !
হায় আল্লাহ্ ! করব কী তার নেই ঠিক
ইদানীং পথে-ঘাটে ঘোরে সাংবাদিক,
কী সাংঘাতিক !


গোপন কথা আর যতো কুকর্ম,
ফাঁস করে দেয়া্ই এদের ধর্ম !
তবে ধর শালারে...চালা বর্ম,
দে পিটুনি...তুলে নে চর্ম !


একদা খেতাম ঘুষ, ছিলাম
অত্যাচারী অভাবে-
এখন বেতন ডাবল,তাতে কী
স’ব করি স্বভাবে...।
তা বলে কি আমাদের খবর
ছবি মিডিয়াতে যাবে !!


রচনা : ২৩-২৫ এপ্রিল ২০১৮