নিস্তব্ধ করুন রোদনে হায় হায় চারিপাশ
উলঙ্গ ভাস্কর করেছে  যখন,
নিজেরই প্রতিমার প্রাননাশ।
জনে জনে কহে ভাস্কর যবে হে
করিবে আপন প্রতিমার লালন,
এইতো বিধি, যত জানি অবধি
তবে এ কেমন স্খলন।
শোন হে গনে, যবে আপনা সমাজে
লাগিবে মিথ্যা,পচা আর পুরানের ঘূন,
ন্যায় বিচারের বানী, সত্যের আগমনির
নিস্তব্ধ ক্রন্দন।
যেথায় হামবড়া নেতা আর উলঙ্গরাজা
রচিবে সমাজ চালিত তন্ত্র,
মুখে বড় কথা,সত্য ন্যায়ের প্রথা আর কত কি কুট মন্ত্র।
যেথায় আত্মতন্ত্র ঘাপটি মারিবে
প্রস্ফুটিত করিবে আপনা আবাস
সমাজহীতকর, সংস্কারমস্তক
হইয়া পড়িবে পরবাস।


( কবিতাটি আমি বাংলাদেশের মেয়ে নুসরাতকে তার শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ কতৃক হত্যার প্রেক্ষিতে লিখেছিলাম)