কি অবলীলায় উষ্টা মেরে পা
বাড়ালে!
আহা! করছো টা কি??
চৌকাঠে বিষাদ পোঁতা হোঁচট খাবে
তো।
যাচ্ছ? তবে যাও
আমি না হয় শরৎবাবুর বুকের ভাঁজে
অলস দুপুর জমা রাখব ,
শেষ বিকেলে ফোঁটা ঝিঙে ফুলে
চোখ ,
অপেক্ষারা যে বড্ড বেশি বেহায়া।
.
এই মাঘে না হোক,আসছে কোনো
পৌষে
একটি বার পা মাড়িও
সেই খাঁখাঁ পুঁড়ো বাড়িটায়
কুয়াশার চাদর ভেদ করে
আমি না হয় ক'ফোঁটা শিশির'ই কুড়িয়ে
নেব।