তথাকথিত নারী মুক্তির পথে
হাঁটতে পারিনা বলেই আমি
সেকেলে
আসলে নারী মুক্তি কোথায়??
ঋতুস্রাবের
ন্যাপকিনে,প্রকাশ্যে চুমু
খাওয়ায় নাকি উলংগ দেহ
প্রদর্শনে?
সভ্যতার দিকে চোখ মেলে
দেখি, কেবলি অসভ্যতার
ফ্রেমে বন্দী নারী জীবন।
ক্ষুধার সাথে নিত্য সঙ্গম করে
যে নারী সেও একটা মজবুত
খিড়কি খোঁজে,
নারীই তো যুগে যুগে জন্ম


দিয়েছে কত বেশ্যা বাইজি
সম্রাট
হয়েছে কন্যা জায়া জননী।
হতে পারেনি মানুষ !!!
পশ্চাতে নয় চলো না পাশাপাশি চলি
গড়ে তুলি বাস যোগ্য আবাসস্থল
তবেই না দিবসের বৃত্তে বন্দী হবে না জীবন
শরীরে নয় নারী তোমার কর্মে পরিচয়।
.