অবন্তিকা,অতলান্তে হারিয়ে যাবার
আগে একটিবার ফিরে দেখিস
জেনে নিস,মধ্যরাতে কারো কারো
পাঁজর ভাঙে
খরতাপে পোড়া চোখেও বাদল নামে।
দেখে যাস ধূসর রঙের পাশেও থাকে
নীল সাদার সমাহার্।
.
অবন্তিকা,রাত জাগা জোনাকি
দেখেছিস?
কেমন করে লাল বেনারসি আলো
বিলোয়;
নিজেকে পুড়িয়ে স্বার্থ ছাড়াই।
.
অবন্তিকা, হারিয়ে যাবার আগে আর
একটি বার ফিরে আয়,
অপেক্ষায় সেই নদী,উর্বশী মাঠ,রূপবতী
আকাশ,অষ্টাদশী জোছনা।
.
অন্ধকারে কেবলি মৃত্যুর গন্ধ
আলোতে আয়, আর একটিবার হাঁটি
সেই আগের মত হৃদয় জড়াজড়ি করি।
.
.
.
২৬.১০.২০১৫ইং