নিয়ন আলোর শহরে ঘুম ঘুম চোখ
নিয়ে জেগে আছো কি অমিয়?
নাকি শতরূপার বক্ষে
সহস্রাব্দের আলিঙ্গনে ডুবে
আছে মন?
অথচ দেখো অমৃতের লোভে
কেমন নিম পাখির মত জেগে রই
আমি
নয়নাভিরাম নীলে নীলে
অন্ধত্ব বরন করি।
.
জানো অমিয়,বহুদিন হয় এপথে
আর ডাকহরকরা আসে না
লাল নীল বর্ণমালারা পথ ভুলে
অন্য কোথাও ব্যস্ত দিন
কাটাচ্ছে,
তোমার হৃদয়ে প্রত্নতাত্ত্বিক
খুঁড়ে খুঁড়ে ক্লান্ত প্রাণ আমার
শঙ্খচিলের ডানায় চেপে কিছু
সুখ লিখে পাঠিয়ো
তোমার কিছু সুখ এক আঁজলা
বৃষ্টি হয়ে আমায় শীতল করুক
মুঠোফোনেও আজ কাল বড্ড
বেশি খরা।
.
অমিয়, এখানে এখন ধুপছায়া
শীতল রাত
অন্তহীন স্তব্ধ মৌনতা পাঁজর
ভেদ করে এফোঁড় ওফোঁড় করে
আমায়
তোমার দ্বিগবিজয়ী হাসির
উচ্ছ্বাসে মুগ্ধতা
রেখেছিলেম জমা
উদ্বাস্তু ভালবাসা বন্ধক
রেখেছিলাম আশ্বাসের
বিশ্বাসে
সুদ সমেত নিয়ে গেলে
সুদীর্ঘকালের বিশুদ্ধ শ্বাস
ফনিমনসার কাঁটায় ফুটে
ব্যভিচারি এক ভোর্।
.
অতঃপর সহস্রাব্দের নিষ্ঠুরতা
খান খান করে বলি,
অমিয় অমৃত না হোক,পোড়া
চোখে এক সমুদ্র ঘুম দিও
শতাব্দীর তিমিরে হারাতে
চায় মন।