যেখানেই স্পর্শ রাখি জমা
সেখানেই আগ্নেয়গিরির জ্বালামুখ
পুড়িয়ে খাঁক করে আপাদমস্তক।
যেখানেই দৃষ্টি রেখেছি বেমালুম
ভুলে জীবনের দায়,
কেবলি ক্ষয়েযাওয়া নদী,শুন্যতার
বালুচর,নিরেট আকাশ
আমি পাথর থেকে পাথর হই।
.
একটু উষ্ণতার হাপিত্যেশে তোর হৃদয়ে
রাখি একবুক কষ্ট নদী,
নতজানু রই সহশ্র রাত . .
অথচ ওখানে কেবলি কলজে পোড়া গন্ধ
ছাড়া আর কিছু অবশিষ্ট নেই .
মায়াবী চোখের পাশে জলন্ত লাভা।
.
জন্মাবধি চিতায় পোড়া মানুষ আমি
তোর চৈত্র কতটা আর পুড়াবে আমায়
বল??