ফিরে গেছে সব মৃত সময়ের হাত ধরে
যা ছিল ছন্দ,সুর,তাল সব আজ নীরব নিথর
এইতো সেদিন এখানেও ছিল কর্মমুখর
সময়,
কবিতার সাথে ছিল কথোপকথন . . .
রাতদিন এক করে জাপটে ছিল বোধের
কপাট।
আজ জাগতিক কাম-তৃষ্ণার কাছে একটি
কবিতার অপমৃত্যু . . .
যেতে যেতে দেবদূত এই বলে আশীর্বাদ
করলেন ,তোমার কাব্যবাগানে আবার
গুনে গুনে ফুটুক তিনশ পঁয়ষট্টি টি লাল-
গোলাপ. . .
অবাক বিস্ময়ে দেখি অজস্র কাঁটার
সমাহার . . .!!
অথচ আরাধ্য পৃথিবীর কাছে চাওয়া
ছিল শুধু দু'দণ্ড সময়।