ডুবে যাচ্ছি আলো রেখার হাত ধরে
যেখানে ছিল অনন্ত সুখ আর একটি
গন্ধম,
তারপর আদিপাপে ভূমিষ্ঠ হলো
সবুজ শ্যামল
প্রনয়োল্লাসে মাতম তুলে ধরিত্রী।
.
পিঁপড়ের মত প্রাণ আমার
অক্ষমতার কাছে নতজানু হয়ে
সূর্য দেবতার বরাবর হেঁটে যাই।
.
আহ! ক্যালিক্রেটিস এসো আলিঙ্গন বদ্ধ
হই
দু'হাজার বছরের অনল নিয়ে জাতিস্মর
হয়েছি বারংবার
বিধ্বংসী সৌন্দর্যের দংশনে বিষধর
সাপে কাটা মৃত মানুষের মত স্থির
রয়েছি কত
কাল,
যার শুরু হয়েছিল পাহাড়ের বুকে জন্ম
নেয়া ঝরনার জলধারা থেকে,
যদি সমাপ্তি আসে সমুদ্রে,
তোমার নীল দু'চোখে বিলীন হয়ে
ফের আগুনে ঝাঁপ দিয়ে অমরত্ব নেব।