বাবা ছিল দেওয়ান বাড়ির
মা যে ছিল পাঠান
ভ্রু কুঁচকে ভাবছেন কি?
মাথাটা একটু খাটান।
.
জাতের ভারে বুকটা আমার
গর্বে উঠে ফুলে
নিচুর সাথে চলাফেরা
আমার কি ভাই চলে?
.
দিব্য চোখে চেয়ে দেখি
জাতপাত কিছু নাই
ভবের রঙ্গে সবার কিন্তু
সাড়ে তিন হাত ঠাঁই! !
.
বাঁদি গোলাম বলে যাদের
করছো বিতাড়িত
খোদার কাছে একদা তুমি
হইবে জানি ধৃত।
.
জাতপাত তুমি জলে ধুয়ে
কর্মে করো জ্ঞান
বিবেক বুদ্ধি দ্বীপ্ত করো
শুদ্ধ করো প্রাণ।
.
ভবে যেদিন আসো তুমি
জাত কি লেখা থাকে?
খাটিয়াতে শুবে যখন
জাত কি সঙ্গে যাবে?
.
ক্ষনিক পথিক তুমি তোমার
দিব্যদৃষ্টি খোলো
'মানুষ' তুমি গর্ব করে
পৃথিবীকে বলো।