যারা কাছে আছে তারা ঘিরে থাক
তোমারি চারপাশে
আমি তো রয়েছি যোজন দূরে কি এক
নিদারুণ আশে!
বিবাগী এ মনে বাজে ক্ষণে ক্ষণে চেনা
পথ হারাবার সুর
নেই সেতো জানা জীবনের জলাশয় আর
কতদূর, কতদূর!
কোন বেখেয়ালে, কোন অভিলাষে খুলে
দিয়েছিলেম দ্বার
কোন প্রহরের কতটুকু ভুল হৃদয়ে বাজে
আরবার।
শত প্রহরের অনাদায়ী ঋণ অবহেলে রেখে
দিও
অনাবিল সুখ দূরে গেলে কভু সযতনে খুলিও
ফিরে যেতে হায়, দেখি গো তোমায়,
জলে ভরে দুটি আঁখি
আজি এ প্রভাত কানে কানে বলে তুমি যে
ছিলে পরিযায়ী পাখি!