বড্ড লিখতে ইচ্ছে করে, তাইতো তোমার কুঞ্চিত ভ্রুয়ের ভাঁজে লিখে রাখি আমার ষোড়শী বিকেল।
শুনেছি জন্ম কুণ্ডলী ঘাটতে গিয়ে অপয়ার তিলক এঁকেছিল কপালে,
তারপর থেকে আর পোয়া - বারো হয়ে উঠেনি আমার।
আজো আমি জন্মান্ধ হয়ে বুকেতে জড়িয়ে রাখি ইশ্বরের অভিশাপ।
বড্ড লিখতে ইচ্ছে করে, ঠিকানাহীন চিঠির গল্প, মেঘবতীর ইতিহাস, সেইসব দিনরাত্রি,
পারিনা, লিখতে গেলেই ঘুমিয়ে পরি
আজকাল বড্ড বেশি ঘুম রোগ হয়েছে
সামাজিক আফিমে বুঁদ হয়ে থাকি আমি।
লিখতে ইচ্ছে করে ঘৃণার চৌবাচ্চায় কেমন কিলবিল করে ভালবাসারা।
জানো, আজো আমি বুকের ভেতর আস্ত একটা শহর পুষি,
হারিয়ে গেলে দেখে নিও,
কতটা ভালোবেসে কতবার মরেছিলাম!!!