তুই চাইলেই আকাশ - নদী, ফুল বসন্ত দিন
ভালোবাসার ঢেউ শোনাবো
দ্বিধা স্বার্থহীন,
ফাগুন যদি ধরায় আগুন জল সে
কোথা পাই?
মন ডুবুরি নামিয়ে দেখি তুই ছাড়া
কেউ নাই!
অষ্টাদশী প্রকৃতি আজ বধু
সেজেছে, মুচকি হেসে একটু আমায়
ছুঁয়ে গিয়েছে
মাতাল হাওয়ার গায়ে কেমন
মনমাতানো ঘ্রাণ!
দুই পরানে বাঁধি আমি এক পরানের
গান।
তোর বাগানে বাগানবিলাস, আমার বিরানভুমি
ছড়িয়ে থাকা স্মৃতি গুলো আলতো
করে চুমি !
দূরত্বকে হাত বাড়িয়ে কেমন আমি ছুঁই
মনের মাঝে মন ডুবিয়ে দুঃখ
গুলো ধুই।
এক বসন্ত, দুই বসন্ত, শেষ বসন্ত হোক
তোর হৃদয়ের পলাশ গুলো আমার মনেই ফুটুক।