যেতে চেয়েছি দূর, বহুদূরে
যেতে চেয়েছি বৃহৎ পেড়িয়ে
আরও বৃহৎ কিছুর কাছে
মারিয়ানা খাতে যেতে চেয়েছিলাম,
গিয়েছিও। অথচ শিশিরবিন্দুর ভেতরে
কখনো যেতে চাই নি। এভারেস্ট বিজয়ের গল্পে আর স্থির ও চলমান
ছবিতে ভরিয়ে তুলেছি চারপাশ
অথচ, একটা দূর্বাঘাসের শীর্ষবিন্দু পাড়ি দেয়ার গল্প একবারও ভেবে
উঠতে পারি নি। ব্যালিস্টিক মিসাইল,
হাইড্রোজেন বোমা, আর পারমাণবিক
বোমা প্রস্তুত করেছি। সফল বিস্ফোরণের পর বিজয়উল্লাস করে
জানান দিয়েছি ক্ষমতা। অথচ খালি চোখে দেখতে না পারা করোনা
ভাইরাস এখনো সমূলে বিনাশ করতে
পারিনি কোন মারণাস্ত্রে।
কোন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন
ক্ষমতার একক পেড়িয়ে নয়, বরং
বিধাতার কাছে প্রার্থনা করি,
"আমারা মাথা নত করে দাও হে
তোমার চরণ ধুলার তলে"