স্বপ্ন ভাঙছে স-শব্দে।
বিশ্বাস ভাঙছে নিঃশব্দে।
স্মৃতি জমছে যেনো,
            বালিচর।
তোমার বুকের গাঢ়ো-খাঁজে,
                   চোরাবালি।
বেহিসাবি ভালোবাসা নিরুদ্দেশ।
এখন আমি কোথায়?
তোমার বুকের খাঁজে,
আজ অন্য কেউ!
চোখের সামনে নিঅন।
আমার রাত্রি, ভবিষ্যৎ,
              অন্ধকার।
চাঁদ, জোনাকি নিরুদ্দেশ-
          তোমার মতোন,
    ভালোবাসার মতোন।
তোমার চোখে নতুন স্বপ্ন
                নতুন প্রেম,
         নতুন ভালোবাসা,
                নতুন পূজা,
পূজা ধূপের অন্ধকার।
এখন আমি কোথায়?
               বালিচর,
              চোরাবালি
                 না
পূজা ধূপের অন্ধকারে?
                কোথায়?
         আমি কোথায়?