আমি তোমার জন্য যেমন অপেক্ষা করে করে থাকি
তেমন করে তুমি বাধার পাহাড় গুলো পার হয়ে
আমার কাছে এসে কেনো পৌঁছতে পারো না?
তাহলে কোনটা তীব্রতর নয়?
আমার অপেক্ষা না কি তোমার ইচ্ছে'রা?
ক’দিন হলো চশমা নিতে হয়েছে। কুয়াশার চাদর
ধীরে ধীরে ঢেকে দিচ্ছে চোখ। জানান দিচ্ছে
পৃথিবীর সব আলো নিভে আসার সময় ঘনাচ্ছে
চোখে, জীবনে। একদিন পৃথিবীর সব আলো ফুরিয়ে এলে
যখন আমার অনন্ত যাত্রা শুরু হবে আমি ভাববো না
আমি স্বর্গ না কি নরকের দিকে যাচ্ছি? যমলোক
না কি দেবলোকের অনন্তধামের দিকে যাচ্ছি।
তোমাকে ভাবার চেয়ে এসব ভাবনা খুবই স্থূল।
আমি ভাবতে থাকবো একদিন তুমি আসবে বলেছিলে,
মৃত্যুর পরও ভাববো তোমার সাথে দেখা হওয়ার কথা ছিলো।
আমি অপেক্ষা করে করে থাকবো।