ছাপান্নো হাজার বর্গমাইলের
একটা লাল-সবুজের পতাকা পেতে
ত্রিশলক্ষ শহিদের রক্তে ভেজাতে হয়েছে
মাটি। আমি জানি না পৃথিবীর কোথাও
কোন দেশে শহিদের সংখ্যা হিসেব করা
হয় কি না? আমি পরিসংখ্যানে জেনেছি
বাংলার শহিদের সংখ্যা, রাজাকারের সঠিক সংখ্যা
আমি আজো জানি নি। আমি জানি না,
কতোটা শেয়াল কুকুর হায়েনা অভুক্ত থাকলে
বারেবারে ভিজে উঠে চোখ নোনাজলে, নোনারক্তে।
আর কতো হুমায়ুন আজাদ, অভিজিৎ, অনন্ত
রাজিবের লাশের সারি দীর্ঘ হতে দীর্ঘতর হলে,
আর কতো জাফর ইকবাল নিজ ক্যাম্পাসে
রক্তাক্ত হলে আততায়ীর চাপাতির তলে
আমি স্বাধীন বাংলা, সোনার বাংলা পাবো?
বাংলাদেশ, আমি কবে স্বাধীন হবো?


উৎসর্গঃ জাফর ইকবাল স্যার!