সহজিয়া...!
জেনে গেছো তো...?
তুমি চলে যাবার পর...বুকের ভেতর শুন্য! আর,
আমার সড়ক নম্বর শুন্য, বাড়ি নম্বর শুন্য!
এখন শুধু সড়ক আর বাড়ি-ই নয়,
প্রতি রাতে...ঘুমের ট্যাবলেটের পাতা শুন্য হয়,
কিন্তু ঘুমের ভাড়ার পূর্ণ হয় না।
দু-চোখে রাত-ভর বিষন্ন শুন্যতা ভর করে থাকে।
সহজিয়া...!
আমার খুব বেশি কি চাওয়া ছিলো?
একজোড়া চোখ, একটু শুধু চুলের গন্ধ!
খুব বেশি কি চাওয়া ছিলো...একটুখানি জোনাকি ঘুম?
তুমি হেসে হেসে চলে গেলে, নিঅন আলোর দেশে গেলে।
সহজিয়া...!
খুব বেশি কি চাওয়া হবে?
যদি চাই একটু তোমার চুলের গন্ধ,
একটু শুধু জোনাকি ঘুম!