সব হারিয়ে পথে এসে
আজো পথের আশায় বাঁচি।
চুপিচুপি একদিন যে এসে
নিঃশব্দে চলে গেছে; আজো
পথের শেষে দাঁড়িয়ে,
হাজারো মুখ-মুখোশের ভিড়ে
হারিয়ে যাওয়া সেই মুখ খুঁজি।
ডাকঘর সংস্কৃতি হারিয়েছে কবে;
তবু বুকপকেটের ডাকবাক্সে,
আমি তার চিঠি-ই খুঁজি।