আমি তোমার জন্য রাত্রির দরোজা খুলে
অপেক্ষা করতে থাকি। তুমি আসো না,
আসে সকাল। তোমার মত বিধাতা অতটা
নির্দয় নন। আমি না চাইলেও বন্ধ জানলার
ফাঁকফোকর দিয়ে তিনি আলো পৌঁছে দেন।
তোমায় এক পলক দেখতে পেলে প্রশান্তি পেতো
তৃষ্ণাতুর হৃদয়। তোমাকে দেখতে চেয়ে
অপেক্ষার সময়ে বিধাতা পৃথিবীতে বসন্ত
পাঠিয়ে দেন। আমি না চাইতেই এসে যায়
ফুল আর প্রজাপতির দল। আমি তোমাকেই চেয়েছিলাম। তুমিও তো বিধাতার অনন্য সৃষ্টি। বিধাতা বড় চতুর। আমাকে এটা ওটা দিয়ে
মন ভুলাতে চান। তিনিও জানেন, আমি
ভালোবেসে শুধু তোমাকেই পেতে চেয়েছিলাম।
আর আজো শুধু তোমাকেই চাই।