শুনেছি মানুষগুলো পাথর হয়ে গেলে,
পাথরও নাকি বুকের ভেতর ফুঁপিয়ে কাঁদে।
হাসি হাসি মুখ মানুষ গুলো দীর্ঘশ্বাস জমিয়ে,
পাঁজরের নিচে পাথর-খনি গড়ে তোলে।
একদিন পাথর-গলা হাসিমুখ মানুষের দীর্ঘশ্বাস
আটলান্টিক পেরোবে। ঝকমকে যাপিত
জীবনের চোখ নোনাজলে টলমল করাবে!
হাসিমুখ মানুষ মাঝরাতে একা একা কাঁদে,
এক না একদিন ঝকমকে নাগরিকও কাঁদবে।