এখনো যতক্ষণ জেগে থাকি তন্দ্রার ভেতর
মানুষের চেয়ে বেশি মুখোশের এই শহরে
এখনো যতক্ষণ অসম্ভব জেনেও
এক টুকরো নীল খুঁজে বেড়াই কালো আকাশে
এখনো যখন আমার সমস্ত মাঠ জমি
ফেটে চৌচির প্রচণ্ড খরায়
এখনো যখন অনেক অনেক জমানো কথা
বারবার নিজেকে নিজে শুনাই
এখনো যখন আর খুব কিছুর প্রত্যাশা রাখি না
এখনো তখন শুধু চাই একটা শব্দ উচ্চারণ করতে
একটা মাতাল করা গোপন নাম
একটা মাত্র শব্দ- "সেই ডাক নাম"।