এক সন্ধ্যেরাতে তোমাকে দেখে
জেনেছি পৃথিবী কতোটা রমনীয়।
সেই সন্ধ্যেরাতে তোমাকে দেখে
গিয়েছি বুঝে আমার জীবনে,
তুমি কতোটা কতোটা প্রয়োজনীয় ।


এক সকালে তোমাকে দেখে
জেনেছি কি করে হয় পৃথিবীতে
ভোরের সূর্যোদয়।
সেই সকালের পর এজীবনে
তুমি হয়ে আছো অমর অক্ষয়।


এক গোধূলী বেলায় হারিয়ে তোমায়
জেনেছি পৃথিবীতে কি করে সূর্য ডুবে
নামে রাত, মহাসমুদ্রও হয় মরুময়।
তবু সকালের সূর্য জানিয়ে দিয়ে গেছে
এ জীবনে তুমি আছো হয়ে অমর অক্ষয়।


(***গীতিকাব্য লেখার ব্যর্থ চেষ্টা***)