আজ তোমাকে ভেবে অথবা আনমনে
নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছিলাম।
যেমন করে তুমি আমাকে দাঁড় করিয়ে গেছো-
জীবন-নদীর তীরে উজান স্রোতের মুখে,
আর নিজে ভেসে গেছো স্বার্থের সপ্তডিঙায়।
সময়ের মতো বয়ে যাচ্ছে জল, কচুরিপানা
ভাসমান কচুরিপানার স্তুপে বিরিস মুখে বসে
ভেসে যাচ্ছিলো একটা নাম না জানা পাখি।
সাধারণ আপেক্ষিকতায় আমার সাপেক্ষে
নদীর জল, পানা, পাখি বহমান চলমান।
অথচ পানার সাপেক্ষে পাখিটি স্থির।
যেমন করে তোমার দিন বহমান আর আমি
তোমার ভাবনায় স্থির। ভাবনায় এলোমেলো অস্থির।